নিজস্ব প্রতিবেদক :: ১১ নভেম্বর ২০২৪ , ৭:৪১:০৭ প্রিন্ট সংস্করণ
আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হবে। গত সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দেন। ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষের মধ্যে বৈঠকের কথা থাকলেও আলমি শুরার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেননি, যদিও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা করবে, সেটিও এখনো চূড়ান্ত হয়নি। এ পরিস্থিতিতে আলমি শুরার ওলামা মাশায়েখ গত ৫ নভেম্বর ঢাকায় সমাবেশ করেন। তার প্রতিক্রিয়ায় সাদপন্থীরা ৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এই পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার আলমি শুরার পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে ফের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে আলমি শুরার মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেন।
হাবিবুল্লাহ রায়হান জানান, আগামীকাল ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মোহাম্মদ আকরম খাঁ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে বক্তব্য দেবেন।