জাতীয়

টঙ্গীতে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৬:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

Screenshot 13

আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এতে মহাসড়কে চলাচলরত উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Tongi Misil Pc 02
সংক্ষিপ্ত সমাবেশে সরকার শাহানুর ইসলাম রনি বলেন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ ছাড়া আমার বাবা নুরুল ইসলাম সরকার মিথ্যা মামলায় দীর্ঘ ২০ বছর ধরে কারাবন্দী। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব বীর রহমান, খোরশেদ আলম, রিয়াজ আহমেদ, হাবিবুর রহমান মিথুন, জামাল হোসেন, সানজিদ আহমেদ মিথুন, সিরাজুল ইসলাম, আলী মামুন টুটুল, রনি দেওয়ান, রানা হোসেন, রনি মোল্লা প্রমুখ।

আরও খবর

Sponsered content