স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ২৮ নভেম্বর ২০২৪ , ৯:৫৬:৩৫ প্রিন্ট সংস্করণ
আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বিএনপির বিবদমান কামু ও টিভি আনোয়ার দুটি গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে ১০ জন আহত হয়।
সেই সংঘর্ষে একে অপরের উপর ১৫/২০ রাউন্ড গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। বুধবার রাত ৮টার দিকে দুটি গ্রুপ আবারও রণসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এমন পরিস্থিতিতে যৌথ বাহিনী অভিযানে এরশাদ নগর বস্তিতে অভিযানে নামে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার নাসির উদ্দিন সেনা বাহিনীর সাথে গাজীপুর মহানগর পুলিশের বহু সদস্য অংশ নিয়েছেন বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। জানা গেছে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ দাগি আসামিসহ ১২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান চলাকালে দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। টঙ্গীর এরশাদ নগর বস্তিতে সারা রাতব্যাপী অভিযান চলবে বলে যৌথ বাহিনীর এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।