অপরাধ

টঙ্গীতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪২:২৮ প্রিন্ট সংস্করণ

14

গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী (অঞ্চল-১) এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। তারা আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় ছাত্র-জনতাসহ ভূক্তভোগী এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে স্মারকলিপিটি পেশ করেন।
এলাকাবাসীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের মধ্যে আউচপাড়া, কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তারবাড়ি রোড এলাকায় বেশ কয়েকটি নামী দামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে শিক্ষিত লোকের বসবাস। কিন্তু সিটি করপোরেশনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী আর্থিক সুবিধার বিনিময়ে উপরোক্ত এলাকার ফুটপাতে ভ্যান গাড়িসহ নানা ধরনের দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে আসছে। এতে ওইসব এলাকার রাস্তায় যানজট লেগেই থাকে। ফলে স্কুল-কলেজ ও অফিস আদালতগামী মানুষের দৈনন্দিন যাতায়াতে ব্যাঘাত ঘটছে। এছাড়াও এসব এলাকায় দীর্ঘদিন যাবত ব্যবহার্য পানি ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। ড্রেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লা দুর্গন্ধযুক্ত পানি ড্রেন উপচে আশপাশের রাস্তা তলিয়ে যায়। ময়লা পানি মাড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয়। প্রতিবছর আমরা সিটি করপোরেশনকে লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু সেই তুলনায় এলাকাবাসী সেবা পাচ্ছে না। টঙ্গী জোনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিলে কাজ করতে চায় না।
এসময় উপস্থিত ছিলেন আউচপাড়া বাড়িওয়ালা ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মোহাম্মদ জাকারিয়া, আসাদ জামান রনি, ফরিদ হোসেন, মাহবুবুল আলম মিন্টু, জুয়েল রানা, সজীব আহমেদ, মোহাম্মদ বাবু, সুমন আহমেদ, মিজানুর রহমান, মামুনুর রহমান, মহসিন আহমেদ প্রমুখ।
এব্যাপারে যোগাযোগ করা হলে গাসিক টঙ্গী জোন (অঞ্চল-১) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content