অপরাধ

টঙ্গীতে ডিমের আড়তে অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ৩১ অক্টোবর ২০২৪ , ৫:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ

Screenshot 8

গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসন।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ডিমের ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো বা রশিদ না থাকাসহ কয়েকটি কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।
এ সময় ইদ্রিস আলী ডিমের আড়তকে ২০ হাজার টাকা, ভাই ভাই ডিমের আড়তকে ২০ হাজার, লামিয়া আড়তকে ১০ হাজার, আল্লাহর দান আড়তকে ৫ হাজার ও জিলানী ডিমের আড়তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, সারা দেশে ডিমের বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

আরও খবর

Sponsered content