স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ৩০ অক্টোবর ২০২৪ , ১০:৪০:০৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে টঙ্গীর বনমালা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার সুরাব আলীর মেয়ে মনোয়ারা বেগম (৪০), টঙ্গীর মরকুন এলাকার মেয়ে নান্টু মিয়ার মেয়ে শাহনাজ আক্তার (৪৫), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিন আলম (২৫)। এ সময় তাদের কাছ থেকে জালভিসাসহ তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক হওয়া ভিসা প্রতারক চক্রের তিনজন সদস্য টঙ্গী ও তার আশপাশের এলাকার ১৩ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় বিশ লাখ টাকার বিনিময়ে জর্ডানে পাঠানোর কথা বলে। পরে চক্রটি ওই তেরো জনকে জালভিসা ও বিমানের টিকিট দিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করে। পরে তারা বিদেশে যেতে না পেরে সবাই ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীরা ওই চক্রের তিনজন সদস্যকে টঙ্গীর বনমালা এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে টঙ্গী পূর্ব থানায় পৃথক ১৩টি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মোছা. নাজমা বলেন, আমাকে জর্ডানের একটি পোশাক কারখানায় কাজের কথা বলে আমার কাছ থেকে ৮০ হাজার টাকা নেয়। গত রোববার আমাদের একসঙ্গে ১৩ জনকে জালভিসা ও বিমানের টিকিট দেয়। বিমানবন্দরে গিয়ে জানতে পারি আমাদের জালভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়েছে। অন্যান্য ভুক্তভোগীরা একত্রে চক্রের তিনজনকে আটক করে পুলিশে দিয়েছি। আমি মামলা করব।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ বলেন, জালভিসা ও বিমানের টিকিট দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।