জাতীয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে যারা থাকছেন

  বিনোদন ডেস্ক :: ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৯:২৫:৩০ প্রিন্ট সংস্করণ

Screenshot 13

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ১৩ সদস্যের জুরি বোর্ডের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। আজ রোববার এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরি বোর্ডের মোট সদস্য ১৩ জন।
এতে আরও আছেন-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন। বোর্ডে সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান। জুরিবোর্ডের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের জন্য পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করবেন। এ কারণে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করা হয়েছে।

আরও খবর

Sponsered content