জাতীয়

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৯ ডিসেম্বর ২০২৪ , ১:০৭:১৯ প্রিন্ট সংস্করণ

469679064 8239865029451203 4236400602009352796 N

জন্মদিনে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন গাজীপুরের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। জন্মদিন উপলক্ষে রোববার (৮ডিসেম্বর) টঙ্গীর হোন্ডা রোডস্থ গনস্বাস্থ্য হাসপাতাল মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ একজন নির্লোভ রাজনীতিবিদ। তিনি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং আমজাদ আলী সরকার পাইলট বালিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা। ৮৩ তম জন্মদিন উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া, মিলাদ ও প্রীতিভোজের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আম্মেদ সুমন, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, বিশিষ্ট শিল্পপতি রুবেল সরকার, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ আ. রাজ্জাক মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো.নুরুজ্জামান রানা, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক বিজয়বাংলা টিভি’র সম্পাদক ও প্রকাশক পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক আজিজুল হক, মহিউদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ কাজী সেলিমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বণাঢ্য জীবন কর্ম নিয়ে আলোচনা করেন।

আরও খবর

Sponsered content