জাতীয়

জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার হবে: কাজী ছাইয়েদুল আলম বাবুল

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৭ ডিসেম্বর ২০২৪ , ১:০৯:০২ প্রিন্ট সংস্করণ

Screenshot 3

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার হবে সব দলের প্রতিনিধি নিয়ে গঠিত জাতীয় সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হবে। শুক্রবার (৬ ডিসেম্বর) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘জাগ্রত নব্বই’ নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বাবুল এসব কথা বলেন।
নব্বইয়ের গণ-আন্দোলনের গাজীপুরের সদস্য সচিব, ভিপি আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে ও জসীম উদ্দিন বাটের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার হবে সব দলের প্রতিনিধি নিয়ে গঠিত জাতীয় সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করেন। প্রায় দুই বছর অতিবাহিত হওয়া গাজীপুর মহানগরের দুজনের কমিটির কার্যক্রম সম্পর্কে নেতৃবৃন্দের প্রশ্নবোধক বক্তব্যের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সব ত্যাগী নেতাদের মূল্যায়ন করেই আগামী রাজনীতি ও কমিটি হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব বলেন, বাংলাদেশের গণতন্ত্র মানেই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারের ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের মাধ্যমে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে এবং বিএনপির নেতৃত্বে তা উদ্ধার হয়েছে। আর যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাগ্রত নব্বই, গাজীপুরের নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সরাফত হোসেন, জাসাস গাজীপুর মহানগরের আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম, শ্রমিক নেতা বাবুল, ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content