জাতীয়

চিরকুটের নতুন গান ‘জানা হলো না’

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ , ৯:২৭:১৪ প্রিন্ট সংস্করণ

Screenshot 3

বিনোদন ডেস্ক :: নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। সোমবার দুপুরে চিরকুট ফেসবুক পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গানটি। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ডের দায়িত্বে ছিলেন পাভেল আরিন।
নতুন গান প্রকাশের পাশাপাশি ভাঙনের খবরও শোনা গেল দলটির। ইতিমধ্যেই চিরকুট ছেড়েছেন ব্যান্ডটির একজন সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। তিনি এবার সময় দিতে চান সলো ক্যারিয়ারে। ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে।

আরও খবর

Sponsered content