নিজস্ব প্রতিবেদক :: ১৯ অক্টোবর ২০২৪ , ১২:২১:১১ প্রিন্ট সংস্করণ
সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি স্থায়ীকরণ/জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় রাজধানীর ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শাহবাগ চত্বর।
সকাল ১০টার পর থেকে আশপাশের মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। আন্দোলনকারীরা বলেন, চাকরি থেকে বহিষ্কার, চলবে না, নিয়মিত বেতন দিতে হবে দিতে হবে’।