অপরাধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহ আমানত হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক :: ১ অক্টোবর ২০২৪ , ৮:০৬:৪০ প্রিন্ট সংস্করণ

Screenshot 12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলে বিকাল পৌনে ৩টা পর্যন্ত। চবির সহকারী প্রক্টর মো. নুরুল হামিদের নেতৃত্বে অভিযানে ১৬ রামদা, সাতটি হেলমেট এবং মদের বোতলসহ অসংখ্য রড-স্টাম্প উদ্ধার করা হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অন্য দুই হলে অভিযান চালিয়ে ৩০টি রামদা ও মদের বোতল উদ্ধার করা হয়। মূলত দীর্ঘদিন হলে আসন বরাদ্দ না হওয়ায় হলের নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগের হাতে। আর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের ১১টি উপগ্রুপ থাকায় প্রায়ই সংঘর্ষ হতো। সংঘর্ষে এসব দেশীয় অস্ত্র ব্যবহার হতো বলে ধারণা করা হচ্ছে।
প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, মঙ্গলবারও হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময়ে ধারালো দেশীয় অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রোড-স্টাম্প উদ্ধার করা হয়। আগামীকালও বাকি হলগুলোতে তল্লাশি চালানো হবে।

আরও খবর

Sponsered content