স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৪২:২৩ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব -১। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এর আগে, শুক্রবার সন্ধ্যায় তাকে রাজধানীর তুরাগ থানাধীন নয়ানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম টঙ্গীর মধুমতী এলাকার মৃত আমিনুল্লাহর ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানারা একটি হত্যা মামলার ১৫ নম্বর আসামি ছিলেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও র্যাবের গোয়েন্দা তথ্য ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন নয়ানগর এলাকার বিসমিল্লাহ অটোমোবাইল দোকানের সামনে অবস্থান করছে। এমনতথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি এন আই ডি কার্ড, ২টি এ টি এম কার্ড, ২টি শপিং কার্ড ও নগদ ২ হাজার ৭৩০টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার শাহ আলমকে শনিবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় হয়েছে।