জাতীয়

গাজীপুরে হোটেলে গ্যাসের চুলা লিক হয়ে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ৬:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ

E4c64483 00b1 4e06 B568 A454f4f5f565

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর বোর্ড বাজার তৃপ্তি হোটেলে গত শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ ৩ জন দগ্ধ হয়েছে। গুরুর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাবুর্চি আলম আহমেদ (২২), সহকারী বাবুর্চি মাহিদুল (২১) ও কথিত ছানির মা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং মাহিদুল ও ছানির মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাবুর্চি আলম আহমেদের উভয় পায়ের হাঁটুর নিচে পেছনের অংশ দগ্ধ হয়েছে। এদিকে আলো-বাতাস বিহীন বদ্ধ ভবনে দীর্ঘদিন যাবত হোটেল মালিক রান্না-বান্না করে আসছে। এ কারণে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবেশীরাও আতঙ্কে থাকেন বলে থানায় অভিযোগ করেছেন। হোটেলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয়দের অভিযোগ।

আরও খবর

Sponsered content