অপরাধ

গাজীপুরে শিল্প কারখানার চোরাই কাপড়সহ তিনজন গ্রেপ্তার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৩০ অক্টোবর ২০২৪ , ১০:২২:৩৪ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

গাজীপুর সদর উপজেলায় একটি শিল্প কারখানা থেকে চুরি হওয়া কাপড় ও একটি কাভার্ড ভ্যানসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলার মোহাম্মদপুরের সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের রুবেল (৩৪), শরিয়তপুর সদর থানার আবুল হোসেন (৪৭), শরিয়তপুরের ডামুড্যা থানার শিধল কুড়া গ্রামের রাজু আহমেদ (৪৩)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গত ২৭ অক্টোবর বিকেলে ডগরী এলাকায় একটি কারখানা থেকে কাপড় নিয়ে ভবানীপুরের আরেকটি কারখানায় যাওয়ার সময় চালক রুবেল কাভার্ড ভ্যানসহ উধাও হয়ে যান এবং মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে চোরাইচক্রের কাছে কারখানার মালামাল বিক্রির সময় চালক রুবেল, সহযোগী আবুল হোসেন এবং ক্রেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালায়।
ওসি আরো জানান, আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই কাপড় বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং ৯৯ রোল (ফেব্রিক্স) কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

আরও খবর

Sponsered content