জাতীয়

গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৯ অক্টোবর ২০২৪ , ৪:৫৫:০৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 1

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
শ্রমিকরা জানায়, কোনাবাড়ী এলাকায় যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। দুপুর দেড়টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছিল।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, শ্রমিকরা বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে ছড়িয়ে দেওয়া হয়। এ সময় শ্রমিকরা কারখানার ভেতর অবস্থান করেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

0Shares

আরও খবর

Sponsered content