অপরাধ

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪জন গ্রেফতার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৪ অক্টোবর ২০২৪ , ১০:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

গাজীপুরের চান্দনা চৌরাস্তা মাস্টারবাড়ি এলাকা থেকে ৫৮কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে-বরিশাল জেলার গৌরনদী থানার সাউদারখাল গ্রামের মো. কালাম ব্যাপারীর ছেলে গাড়ি চালক মো. কাওসার ব্যাপারী (২৭), ঝালকাঠি জেলার নলছিঠি থানার ছইলাবুনিয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে গাড়ির হেলপার মো. ইব্রাহিম (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মো. আ: রউফের ছেলে মো. মিঠু (২০), একই জেলার চুনারুঘাট থানার বনগাঁও গ্রামের মো. জলফু মিয়ার ছেলে মো. সহিদ (১৯)। রবিবার রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপনসূত্রে জানতে পারে গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকা থেকে একটি কাভার্ড ভ্যানযোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে জিএমপির সদর থানার মাস্টারবাড়ি বাজার এলাকার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি জিএমপির সদর থানার পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের মেইন গেটের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে বেলা পৌনে চারটার দিকে গাড়ি চালক মো. কাওসার ব্যাপারী ও হেলপার মো. ইব্রাহিমকে গ্রেফতার করে। এরপর তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের দখলে থাকা কাভার্ডভ্যানের পেছনের বডিতে আলাদা চেম্বার বানিয়ে অত্যন্ত সুকৌশলে রাখা খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ২০টি প্যাকেটে ৪০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
একইদিন বিকেল ৫টার দিকে গাঁজার একটি চালান কিশোরগঞ্জ থেকে সিএনজি যোগে গাজীপুরে আসার পথে র‌্যাবের একটি আভিযানিক দল জিএমপির সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার কাপাসিয়া-গাজীপুর মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে মো. মিঠু ও মো. সহিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেখানো মতে জিএনজির ভেতর থেকে একটি স্কুল ব্যাগের ভেতরে থাকা খাকী রংয়ের স্কচটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেটে ১২ কেজি ও অপর একটি স্কুল ব্যাগে সাদা স্বচ্ছ স্কচটেপ ও কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ৩টি প্যাকেটে ৬ কেজিসহ মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‌্যাবের ওই কর্মকর্তা জানান, জব্দকৃত মোট ৫৮ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। এসব অভিযানে ৪টি মোবাইল ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের জিএমপির সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content