স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৩ অক্টোবর ২০২৪ , ৭:৩৭:৪৫ প্রিন্ট সংস্করণ
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন উপলক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলনে কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) আয়োজনে কর্মশলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বার্ডোর নির্বাহী পরিচালক মো: সাইদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম আনোয়ারুল করিম, কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা রুবি, গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, বাটা সু-কোম্পানীর এইচআর এডমিন রাজিয়া সুলতানা, মুনলাইট গামেন্টেন্স এর এইচআরএডমিন তরিকুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী সাজ্জাত, মনিরুজ্জামান, রুজিনা আক্তার, রাহাতুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ তাদের আত্মকর্ম সংস্থানের উপর আলোচনা করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাপলা স্ব-সংগঠনের সভাপতি মো: রুহুল আমিন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন বার্ডোর উপ-পরিচালক মো: শহিদ উল্লাহ।