জাতীয়

গাজীপুরে তাঁতীদলের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৪ অক্টোবর ২০২৪ , ৬:৫২:০৩ প্রিন্ট সংস্করণ

424a0073 5be3 438a B0c6 72ceaceb1d03

গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে ভীত নয়, “সচেতন হোন, সময়মতো চিকিৎসায় ডেঙ্গু ভালো হয়” এই শ্লোগানকে সামনে রেখে ‘ডেঙ্গু সচেতনতা বিষয়ক’ আলোচনা সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর সদস্য সচিব তাজউদ্দিন তাজু, টঙ্গী পশ্চিম তাঁতী দলের আহ্বায়ক মোঃ সোহেল সিদ্দিকী, টঙ্গী পূর্ব থানা আহ্বায় আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল্লা মিন্টু, টঙ্গী পূর্ব থানা সদস্য সচি মিজান তালুকদার, গাছা মট্রো থানা তাঁতীদলের আহ্বায়ক বেলায়েন হোসেন মাষ্টার, সদস্য সচিব আজিজ সরকার, গাজীপুর মেট্রো থানা সদস্য সচিব শহীদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জসিম সরকার, আলমগীর হোসেন, মকবুল হোসেন, বাবুল মিয়া, আক্কাস মৃধা, রতন, আলম, মেহেদী, ইউনুস, লিয়াকত, হালিম, সুমন, শেখ ফরিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের দুঃশাসনের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্রজনতার গণআন্দোলনে বিএনপির নেতাকর্মী ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। সারা দেশে এই কার্যক্রম চলছে। জনগণের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে। জনগণকে সচেতন করতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন মার্কেট, দোকান ও রাস্তার পাশে বাসা বাড়িতে ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন।

আরও খবর

Sponsered content