প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৬:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে গাছা থানার অন্তর্গত বোর্ডবাজার এলাকায় আজ সোমবার সকাল ১১ ঘটিকায় আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন জেলা কমিটির আয়োজনে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও পথসভার আয়োজন করা হয়।
গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সহ-সভাপতি মো:খোরশেদ আলম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাজারী ও গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ, মোঃ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ছাত্রদল মহানগর ও ১নং সদস্য আহবায়ক কমিটি, যুবদল গাজীপুর মহানগর। ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল হাশেম, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, মোঃ আব্দুল কাদির সিনিয়র যুগ্ন সম্পাদক ১৭নং ওয়ার্ড বিএনপি। গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আসক জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মাইনুদ্দিন সরকার রানা, সহ-সভাপতি আরিফ মৃধা, সহ-সভাপতি রেজা নূর ইসলাম, সহ-সভাপতি মোঃ শেখ সবুজ, যুগ্ম সম্পাদক মোঃ শামীম হোসেন, এস এম মেহেদী হাসান, আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আনিসুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মাজনুন মাসুদ ও আশরাফুল ইসলাম, এশিয়ান টিভির টেলিভিশন মহানগর প্রতিনিধি গাজী মামুন, চ্যানেল এসের প্রতিনিধি আর কে রেজা, যুগান্তর গাছা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, আসকের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবরিনা আক্তার ময়না, শিশু বিষয়ক সম্পাদিকা সুমা আক্তার লুবনা সহ অন্যান্যরা।
প্রধান অতিথি গাছা থানার অফিসার ইনচার্জ বলেন , বাংলাদেশে গত ১৭ বছরের মানবাধিকার যে লংঘন হয়েছে তার ব্যাত্বয় যেন না ঘটে সে জন্য দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো। পরিশেষে তবারকের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করে।