জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

Screenshot 2

সংবাদপত্র  ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। মারা যাওয়া তিনজনই ঢাকার। এর মধ্যে দুইজন দক্ষিণ সিটির। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১২ জন রয়েছেন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন। ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন।

আরও খবর

Sponsered content