নিজস্ব প্রতিবেদক :: ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৫:০১ প্রিন্ট সংস্করণ
পুষ্পকানন আশ্রয়কেন্দ্রে খুলনা রেলস্টেশন রেলওয়ে কিন্ডারগার্টেন সংলগ্ন এলাকায় আজ ২২শে সেপ্টেম্বর রোজ রবিবার ফাদার পিয়েরে লুপির ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্পকানন আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোঃ ওলিউল ইসলাম, ফজলুল বারী মল্লিক (এসই/খুলনা রেলওয়ে, বিশেষ স্কাউটস ব্যক্তিত্ব(এএলটি), পরামর্শদাতা/পুষ্পকানন আশ্রয়কেন্দ্র), রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মিসেস শিরীন আক্তারসহ পুষ্পকানন আশ্রয়কেন্দ্রের পথশিশুখ্যাত ছোট্ট শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে পিয়েরে লুপি-এর সুস্থতার সহিত জীবনযাপনের জন্য প্রার্থনা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবারের মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠানটি সমাপ্ত হয়। যাকে স্মরণ করে দিনটি পালিত হয়েছে তাকে মানবতার ফেরিওয়ালা বললেও ভুল হবে না। তিনি নিজের কাজকর্মের মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন।কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা স্বার্থে পথশিশু, টোকাই, অবহেলিত নারীদের জীবনমানকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। ফেরিওয়ালার মতোই সারা বিশ্ব ঘুরে ঘুরে মানবতার কাজ করে বেড়াচ্ছেন। তাই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে জায়গা করে নিয়েছেন লাখো জনতার হৃদয়কোঠরে।আজকের এই বিশেষ দিনটিতে উনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাকীটা জীবন যেন হাসিখুশীভাবে সকলের পাশে দাড়াতে পারে। এই সুখের দিনটি আপনার জীবনে বারবার ফিরে আসুক আনন্দের বার্তা নিয়ে। আমার অপূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনাকে।