নিজস্ব প্রতিবেদক :: ২৮ নভেম্বর ২০২৪ , ৯:৪৪:০৩ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৌয়ারা বাজার বিওপির একটি টহল দল বুধবার সন্ধ্যায় এই মাদকদ্রব্য জব্দ করে। সূর্যনগর সীমান্ত এলাকায় ২০৮৫/২-এস নম্বর পিলার থেকে ২০০ গজ ভেতরে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।