জেলার সংবাদ

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিএনপির

  নিজস্ব প্রতিবেদক :: ২৫ নভেম্বর ২০২৪ , ৬:০৯:২৭ প্রিন্ট সংস্করণ

Screenshot 17

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৫ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, সকালে চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো শিক্ষার্থীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ পৌঁছে দেন নেতাকর্মীরা।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াসিন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে। দেশের খারাপ সময়েও বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছেন। যার উদাহরণ আপনারা বিগত দিনে দেখেছেন। অথচ আওয়ামী লীগ জনতার অধিকার হরণ করেছে। লুটপাট করে দেশকে নিঃস্ব করে পালিয়েছে।’
আমিন উর-রশিদ ইয়াসিন আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন। তিনি জনতার কল্যাণে আমাদেরকে জনতার পাশে থাকার নির্দেশ দিয়েছেন। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা প্রমুখ।

আরও খবর

Sponsered content