স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৯ অক্টোবর ২০২৪ , ৭:০৩:৪৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলু এ কৃষি প্রণোদনা বিতরণ করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ কর্মসূচীর আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষা চাষে আগ্রহী ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। গম চাষে আগ্রহী ৩০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পেঁয়াজ চাষে আগ্রহী ৬০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। মুগ চাষে আগ্রহী ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।