জাতীয়

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ১:০৪:৫৯ প্রিন্ট সংস্করণ

Gazipur News 14 12 2024

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার ভোর ৬টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে ইউএনও’র নিজস্ব সভা কক্ষে আলেচনা সভার আয়োজন করেন।
এসময় সভাপতি কাউছার আহাম্মেদ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনসহ তাদেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তিনি বলেন আমরা যে শহীদদের স্পিডকে কাজে লাগিয়ে আমাদের সমাজে বৈষম্যমূলক কর্মকান্ড থেকে বিরত থেকে বৈষম্যহীন সমাজ গড়তে পারি তার জন্য দেশের সকল নাগরিকদের আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ, লাইভষ্টক অফিসার লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content