স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১০ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈরে ৪৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্য়্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থার সভাপতি শাজাহান মিয়া,অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, উপজেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার, দলিল লেখন সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ মানবাধিকার সংস্থার কর্মীরা।