স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২ নভেম্বর ২০২৪ , ৩:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সাবিনা খানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন- বিভিন্ন সমিতির পক্ষ থেকে হারিবুর রহমান, শ্রী মাদব চন্দ্র সরকারসহ আরো অনেকে। সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন সমিতির সদস্য, সাংবাদিক বৃন্দ।