স্টাফ রিপোর্টার, উত্তরা :: ৬ অক্টোবর ২০২৪ , ১২:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান হোসেন সোহাগ (২৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দিতে পাবনা থেকে এসেছিলেন বলে জানা যায়। আজ রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছোট ভাই শাওন হোসেন জানান, রাতে তার ভাই গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার জন্য এসেছিলেন। পরে খবর পান, রবিবার ভোরে গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত করে এবং তার মোবাইল নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে গিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়। পরে সেখান থেকে রবিবার সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । মৃত সোহান পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিল বড়। তিনি ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে ।