অপরাধ

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় টঙ্গী থেকে যুবলীগকর্মী গ্রেফতার

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২:২২:১৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত যুবলীগ কর্মীর নাম দেলোয়ার হোসেন রুবেল। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে আজ গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন রুবেল যুবলীগকর্মী। তিনি যুবলীগে ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares

আরও খবর

Sponsered content