ক্রীড়া ডেস্ক :: ১৬ অক্টোবর ২০২৪ , ৮:৩৯:০৪ প্রিন্ট সংস্করণ
বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দলের জার্সিতে অনেকবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাহিদ হাসান এমিলি। আজও (বুধবার) এসেছিলেন বাংলাদেশের জার্সিতে, তবে এবার নতুন পরিচয়ে। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে তিনি বাংলাদেশ দলের ম্যানেজার।
এমিলি খেলা ছেড়েছেন মাত্র বছর তিনেক আগে। খুব দ্রুত সময়ের সময়ের মধ্যেই জুনিয়র জাতীয় দলের ম্যানেজার হয়েছেন। বিশ্ব ফুটবলে ম্যানেজার বেশ গুরুত্বপূর্ণ পদ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা অনেকটা সৌজন্যতার। অনেক দলের ম্যানেজারই ফিরে আসার পর রিপোর্ট দেন না। ফেডারেশনও চায় না। এই ধারা থেকে বেরিয়ে আসার প্রত্যয় এমিলির কণ্ঠে, ‘ফেডারেশন আমার প্রতি আস্থা রেখেছে। আমি কাজের মাধ্যমে প্রতিদান দিতে চাই।’
অ-১৭ দলের হেড কোচ হিসেবে যাচ্ছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এমিলি তার অধীনে ক্লাব ও জাতীয় দলে অনেক ম্যাচ খেলেছেন। ম্যানেজার হিসেবে কোচের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা দায়িত্ব। এ নিয়ে এমিলি বলেন, ‘টিটু ভাই আমার গুরু। তার টেকনিক্যাল বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। টিমের সামগ্রিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার বিষয়টি আমি দেখব মূলত।’ এমিলি দলের সঙ্গে থাকায় বাড়তি প্রাপ্তি দেখছেন কোচ সাইফুল বারী টিটু, ‘নকীব, আলফাজ ভাইয়ের পরবর্তী প্রজন্মের মধ্যে এমিলি সেরা স্ট্রাইকার। তার হেডের স্কিল দুর্দান্ত। সে স্ট্রাইকারদের কিছু টিপস দিয়েছে। যা অত্যন্ত কার্যকরী হবে।’
অ-১৭ দলে কম্বোডিয়া সফরে রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম। বয়সভিত্তিক দলে প্রবাসী ফুটবলার খেলার ঘটনা ইতোপূর্বে খুব একটা নেই। প্রবাসী এই ফুটবলার সম্পর্কে কোচ ও ম্যানেজার একই সুরে বলেন, ‘তার টেকনিক্যাল সেন্স ও ফিটনেস ভালো। অস্ট্রেলিয়ায় এখন শীত। কম্বোডিয়ায় গরম থাকবে। আবহাওয়াগত বিষয়ে একটু সমস্যা হতে পারে। এ ছাড়া তার দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না তেমন।’
অ-১৭ দল সাফে রানার্স-আপ হয়েছে। এই দল থেকে চার জন বাদ পড়ে নতুন সংযোজন হয়েছে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার বাছাই মঞ্চ অনেক বড় পরীক্ষা। মূল পর্বে খেলতে হলে দশ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপের মধ্যে থাকতে হবে। সেরা পাঁচ রানার্স-আপের মধ্যে থাকার প্রতি নজর বাংলাদেশ কোচের, ‘আমরা অবশ্যই চেষ্টা করব সেরা পাঁচ রানার্স-আপের মধ্যে থাকতে। সেখানে থাকতে হলে আমাদের গ্রুপে দ্বিতীয় পজিশনে পয়েন্টে থাকার পাশাপাশি গোল ব্যবধানও ভালো থাকতে হবে।’
স্বাগতিক কম্বোডিয়া ছাড়া বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, ফিলিপাইন ও ম্যাকাও। এই গ্রুপটিকে অপেক্ষাকৃত সহজ বললেও কোচের কণ্ঠে চিন্তার সুর, ‘অ-১৭ পর্যায়ে অনেকদিন পর বাংলাদেশ তুলনামূলক একটু সমশক্তির প্রতিপক্ষ পেয়েছে। আমরা প্রস্তুতির মধ্যেই রয়েছি। বিকেএসপিতে কিছুদিন টার্ফে অনুশীলন করার পর ঢাকায় এসে বসুন্ধরা কিংস অ্যারেনায় করেছি। ম্যাচে আমাদের শঙ্কার জায়গা স্কোরিং।’ অ-১৭ ফুটবলারদের অধিকাংশই বাফুফের এলিট একাডেমির। বাফুফের সাবেক টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির তত্ত্বাবধানে দুই বছরের বেশি সময় ছিলেন। এরপরও তাদের টেকনিক্যাল বিকাশ সেভাবে ঘটেনি।
বাংলাদেশ দল আজ দিবাগত রাত পৌনে ৩টায় কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তীতে থাইল্যান্ডে ঘণ্টা দেড়েকের যাত্রা বিরতি। এই টুর্নামেন্টে খেলে যখন বাংলাদেশে ফিরবে তখন বাফুফের নতুন কমিটি থাকবে।
বাংলাদেশের ম্যাচসূচি :
তারিখ প্রতিপক্ষ
১৯ অক্টোবর কম্বোডিয়া
২৩ অক্টোবর ফিলিপাইন
২৫ অক্টোবর ম্যাকাও
২৭ অক্টোবর আফগানিস্তান